অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


পদ্মাসেতু নিয়ে গান বাঁধলেন ভোলার দৃষ্টিহারা শিল্পী মনজু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুন ২০২২ রাত ১০:৫৭

remove_red_eye

২১৮




অমিতাভ অপু :  দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক সম্পদসহ সমৃদ্ধ জেলাই হচ্ছে ভোলা । এ জেলার সুফল দেশ ব্যাপী ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখবে পদ্মা সেতু। তাইতো পদ্মাসেতু নিয়ে গান বেঁধেছেন  জেলার সেরা শিল্পী (সম্প্রতি দৃষ্টি শক্তি হারানো) মনজুর আহমেদ। শুক্রবার শিল্পী মনজুর আহমেদকে দেখতে যান জেলা আওয়ামী লীগের সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এ সময় স্থানীয় ৩০ জন শিল্পীকে সঙ্গে নিয়ে মনজুর আহমেদ নিজের লেখা ও সুরে গানটি পরিবেশন করেন ।  দৃষ্টিশক্তি ফেরাতে প্রতিভাবান শিল্পী মনজুর আহমেদের উন্নত চিকিৎসার জন্য ভারতের চেননাই শহরের শংকর নেত্রালয় হাসপাতালে পাঠানোর তাৎক্ষকি উদ্যোগ নেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পদ্মাসেতু ভোলার জন্য গুরুত্বপূর্ন কেন তার বিবরণ রয়েছে মনজুর আহমেদের গানে। জেলা প্রশাসনের তথ্যে  ভোলার সম্পদের মধ্যে রয়েছে প্রায় দুই ট্রিলিয়ান ঘনফুট গ্যাসের মজুদ। বর্তমানে ৬টি কুপ থেকে প্রতিদিন উত্তোলন যোগ্য গ্যাসের পরিমান ১২০ এমএমসিএফ । গ্যাস ভিত্তিক ৪টি বিদ্যুৎ প্লান্ট থেকে উৎপাদিত হচ্ছে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ। গ্যাস ও বিদ্যুৎ ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হচ্ছে একের পর এক। উৎপাদিত সেলটেক টাইলস পরিবহন হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। হোয়াইট গোল্ড খ্যাত ইলিশ মাছ আহরিত হচ্ছে সর্বাধিক এ জেলায়। বছরে ১ লাখ ৮০ হাজার মেট্রিকটন ইলিশ জেলার বাইরে রাজধানীসহ বিভিন্ন প্রান্তে বিক্রির জন্য নেয়া হয়। যার মূল্য প্রায় ২ হাজার কোটি টাকা। জেলার চাহিদা মেটানোর পর সাড়ে ৫ লাখ মেট্রিকটন ধান উৎপাদন হয় এই জেলায়। যার মূল্য প্রায়  হাজার কোটি টাকা। জেলায় উৎপাদিত প্রতি বছর ২শ কোটি টাকার তরমুজ ঢাকায় নিয়ে বিক্রি করা হয়। উৎপাদিত সবজি ( শশা, করলা, রেখা, পেপে, ক্যাপসিক্যাম, আলু , ঢেরস ) জেলার চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয়। অর্থনৈতিক এমন সমৃদ্ধ জেলা ভোলা মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ২১ জেলার সহজ যোগাযোগের ক্ষেত্রে ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে ভোলা জেলা। অপরূপ সৌন্দয্যের এ জেলায় প্রতিদিন আসছেন পর্যটকরা। ক্রমেই বিকশিত হচ্ছে পর্যটন শিল্পের । এখানে শীতকালে ১৪৩ প্রজাতির পাখি দেখা যায়। জীবন্ত ইলিশ তোলার দৃশ্য উপভোগ করা যায়, মেঘনার তুলাতলি পাড়ে বসে। চরফ্যাশনের বেতুয়া প্রশান্তির পাড়, কুকরিমুকরি, তারুয়া সৈকত, মনপুরার দক্ষিণা হাওয়া বিচ, শেখ রাসেল পার্ক, লালমোহনের সজিবওয়াজেদ ডিজিটাল পার্ক,  তেঁতুলিয়া নদীর পাড়ে বঙ্গবন্ধু উদ্যান  । তাইতো পদ্মাসেতু এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগে শতাব্দীর সোপান বলে মনে করেন স্থানীয়রা। এর সুফল শতভাগ নিশ্চিত হবে ভোলা-বরিশাল ব্রিজ নির্মানের মধ্য দিয়ে। তখন মাত্র ৪ ঘন্টায় ভোলার পন্য ঢাকায় পৌছঁবে । জেলা প্রশাসনের অনুষ্ঠানে এদিকে মনজুর আহমেদের গানটি পরিবেশন করবেন শিল্পীরা।