অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৬ই জুলাই ২০২৫ | ১লা শ্রাবণ ১৪৩২


পরিবেশ সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশীপ পেলেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২০ ভোর ০৪:২০

remove_red_eye

১৫২৫

বাংলার কন্ঠ প্রতিবেদক:: পরিবেশ সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশীপ পেলেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। ওয়াশিংটন ভিত্তিক পরিবেশ সাংবাদিকদের শীর্ষ সংগঠণ আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-ইজেএন ‘বে অব বেঙ্গল প্রোগ্রাম’-এর আওতায় তাকে এই ফেলোশীপ দিয়েছে।

আন্তর্জাতিক মিডিয়া অর্গানাইজেশন ইন্টারনিউজের তত্বাবধানে এ ফেলোশীপের কার্যক্রম পরিচালিত হবে।

বঙ্গোপসাগর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন সংক্রান্ত নির্দিষ্ট প্রতিবেদন তৈরির জন্য এ ফেলোশীপ দেওয়া হয়। ফেলোশীপের আওতায় উপকূলীয় অঞ্চলের নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীর ওপর ক্রমাগত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অভিযোজন বিষয়ে ইনডেপথ প্রতিবেদন তৈরি করবেন। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি’র সঙ্গে কাজ করছেন রফিকুল ইসলাম মন্টু।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চল নিয়ে সাংবাদিকতায় একটি ভিন্ন ধারা তৈরি করেছেন রফিকুল ইসলাম মন্টু। তার কাজের ক্ষেত্র সমগ্র উপকূলের ঝুঁকিতে থাকা ১৬ জেলা। জেলাগুলো হচ্ছে: কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, শরীয়তপুর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।

এইসব জেলার প্রান্তিক জনপদ ঘুরে তিনি দীর্ঘ সময় ধরে গভীর অনুসন্ধানের মাধ্যমে উপকূল এলাকার মানুষের কণ্ঠ তুলে এনে খবর তৈরি করছেন। দীর্ঘ সময় ধরে গভীর অনুসন্ধানের মাধ্যমে উপকূল এলাকার মানুষের কণ্ঠ তুলে এনে খবর তৈরি করছেন তিনি। লিখছেন উপকূলের পরিবেশ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, নাগরিক সেবা, জনজীবনসহ বিভিন্ন বিষয় নিয়ে। তার কাজের মধ্যদিয়ে সর্ব মহলে পরিচিতি পেয়েছে ‘উপকূল সাংবাদিকতা’। নতুন প্রজন্মের সাংবাদিকেরা উপকূল ভিত্তিক সাংবাদিকতায় উৎসাহী হয়ে উঠছেন।   

দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা পেশায় রফিকুল ইসলাম মন্টু। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ, সমকাল, মানবজমিন, বাংলানিউজটোয়েন্টিফোর, দৈনিক সংবাদ, ভোরের কাগজ, বাংলাবাজার পত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি। তার সাংবাদিকতায় হাতেঘড়ি ১৯৮৪ সালে সাপ্তাহিক নবঅভিযান থেকে। এরআগে তিনি দেওয়াল পত্রিকার মাধ্যমে সংবাদ লেখার চর্চা করেছেন।

কাজের স্বীকৃতি হিসাবে রফিকুল ইসলাম মন্টু ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং আওয়ার্ড পেয়েছেন তিনবার। ইউনিসেফ-মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন তিনবার। পিআইবি-এটুআই মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন দু’বার। এছাড়াও পিআইবি-ইউনিসেফ ফিচার পুরস্কার, সরেজমিন প্রতিবেদনের জন্য চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কার, জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনের জন্য এফপিএবি পুরস্কার, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবেদনের জন্য বিসিডিজেসি-কানাডিয়ান অ্যাওয়ার্ড, দুর্যোগ বিষয়ক প্রতিবেদন লেখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো’র অ্যাওয়ার্ডসহ প্রায় ২০টি পুরস্কার অর্জন করেন।

তার পুরস্কারপ্রাপ্ত সবগুলো খবর উপকূলীয় ইস্যু নিয়ে লেখা।  





গোপালগঞ্জে মুখোশ পরে পুলিশের গাড়িতে আগুন, আহত ৫

গোপালগঞ্জে মুখোশ পরে পুলিশের গাড়িতে আগুন, আহত ৫

জুলাই গনঅভূত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিলো : নাহিদ ইসলাম

জুলাই গনঅভূত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিলো : নাহিদ ইসলাম

ভোলার ইলিশা ফেরিঘাট অতি জোয়ারে প্লাবিত

ভোলার ইলিশা ফেরিঘাট অতি জোয়ারে প্লাবিত

ভোলায় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে জামায়াতের মতবিনিময় ও অনুদান বিতরণ

ভোলায় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে জামায়াতের মতবিনিময় ও অনুদান বিতরণ

দেশের টাকা দেশে রেখেই দেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন শিল্পোদ্যোক্তা নুরুল ইসলাম

দেশের টাকা দেশে রেখেই দেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন শিল্পোদ্যোক্তা নুরুল ইসলাম

ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে আর বোকা বানানো যাবেনা: গোলাম মোর্শেদ রাসেল

ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে আর বোকা বানানো যাবেনা: গোলাম মোর্শেদ রাসেল

বোরহানউ‌দ্দি‌নে শিল্প‌বিপ্লবের মহানায়ক নুরুল ইসলা‌মের পঞ্চম মৃত‌্যুবা‌র্ষিকী পা‌লিত

বোরহানউ‌দ্দি‌নে শিল্প‌বিপ্লবের মহানায়ক নুরুল ইসলা‌মের পঞ্চম মৃত‌্যুবা‌র্ষিকী পা‌লিত

মনপুরায় নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

মনপুরায় নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

মনপুরায় কোস্ট ফাউন্ডেশন'র 'চর'(CHAR) প্রকল্পের সমাপনী সভা

মনপুরায় কোস্ট ফাউন্ডেশন'র 'চর'(CHAR) প্রকল্পের সমাপনী সভা

আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

আরও...