অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ | ২০শে আশ্বিন ১৪৩২


তজুমদ্দিনে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৫ রাত ০৯:৪৫

remove_red_eye

৫২

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় টিকাদান কর্মসূচির (EPI) সহ তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

রবিবার (০৫অক্টোবর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মবিরতি শুরু হয়। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হচ্ছে।

বক্তারা জানান, সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন কর্মরত স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের ১৪তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ, ইন-সার্ভিস প্রশিক্ষণ এবং পদোন্নতিসহ ১০ দফা দাবির বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

তাদের আরও দাবি, দীর্ঘদিন ধরে এসব দাবি উপেক্ষিত হওয়ায় বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে গেছেন। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

কর্মবিরতির কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ের টিকাদান কার্যক্রমসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


তজুমদ্দিন মোঃ ইয়ামিন