অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ | ২০শে আশ্বিন ১৪৩২


অসুরের মুখে দাড়ির চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

১২

শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদদ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি বলেন, কিছু ফ্যাসিস্ট তাদের সহযোগী ও বুদ্ধিজীবীদের ইন্ধনে কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছিল কিন্তু সবার সহযোগিতায় আমরা এ কুচক্রিদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি।

 

রোববার (০৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিটির মিটিং প্রতি সপ্তাহেই হয়। এতে আমাদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আলোচনা হতো। তারপরে আমাদের এই যে গত শারদীয় দুর্গাপূজায় সম্বন্ধে আলোচনা হয়েছে। অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আলোচনা হয়েছে। আবার আপনারা জানেন যে, ১৫ ও ১৬ তারিখে রাজ্য এবং নির্বাচন ওটার ব্যাপারে একটু আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে একটু আলোচনা হয়েছে। তারপরে চাঁদাবাজি এগুলোর ব্যাপারে আলোচনা হইছে। মাদক নিয়েও আলোচনা হইছে। রোহিঙ্গাদের ব্যাপারে কিছু আলোচনা হয়েছে এবং আমাদের যে ভুল হয়ে গেছে ওই গুলোর ব্যাপারে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সব চাইতে বড় একটা ঘটনা ছিল ধর্ষণের অভিযোগ তুলে চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদদ রয়েছে যা ইতোমধ্যে প্রতিমান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপনের সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা গোয়েন্দা সংস্থার সময় করা নজরদারিতে দুর্গাপূজা উদযাপনের জন্য গঠিত পূজা মণ্ডপ কমিটির সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় আমরা এ কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি।  

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট তাদের সহযোগীরা কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতার সৃষ্টির পাঁয়তারা করেছিল। এ ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল। কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের ন্যায় এবারও সারাদেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ নিরাপদ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সেজন্য আমি সেনাবাহিনী এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী সর্বোপরি সব সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাই আপনাদের তথা বিভিন্ন গণমাধ্যমে যারা সঠিক তথ্য পরিবেশন করে জনগণকে সচেতন করেছেন। এজন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ।

 





তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট অটোরিকশা চালকের মৃত্যু

তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট অটোরিকশা চালকের মৃত্যু

তজুমদ্দিনে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

তজুমদ্দিনে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ভোলায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা

ভোলায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা

ভোলা-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রনভী

ভোলা-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রনভী

চরফ্যাশনে মা ইলিশ রক্ষায় অভিযান ৭ ট্রলার জব্দ, ২৬ বরফকল সিলগালা

চরফ্যাশনে মা ইলিশ রক্ষায় অভিযান ৭ ট্রলার জব্দ, ২৬ বরফকল সিলগালা

মাদ্রাসা ছাত্র ছানী হত‌্যা বিচা‌রের দাবী‌তে বোরহানউ‌দ্দি‌নে মানববন্ধন

মাদ্রাসা ছাত্র ছানী হত‌্যা বিচা‌রের দাবী‌তে বোরহানউ‌দ্দি‌নে মানববন্ধন

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মনপুরার মৎস্য বিভাগের অভিযান পরিচালনা টিমের ওপর হামলা

মনপুরার মৎস্য বিভাগের অভিযান পরিচালনা টিমের ওপর হামলা

মনপুরায় পকুরের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মনপুরায় পকুরের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

ভোলায় থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত দ‌রিদ্র ঈমনের চি‌কিৎসার দায়ীত্ব নি‌লেন ‌জার্নালিস্ট ফোরাম

ভোলায় থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত দ‌রিদ্র ঈমনের চি‌কিৎসার দায়ীত্ব নি‌লেন ‌জার্নালিস্ট ফোরাম

আরও...