অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৭শে জুন ২০২৫ | ১৩ই আষাঢ় ১৪৩২


ভোলায় আন্তঃ কিশোর ক্লাব ফুটবল টুর্নামেন্টে কানাই নগর কিশোর ক্লাব চ্যাম্পিয়ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২২ রাত ১১:০৩

remove_red_eye

৩৫৭



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আন্তঃ কিশোর ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় কানাই নগর কিশোর ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছেন পৌর কাঠালি পানির কল কিশোর ক্লাব। সেরা খেলোয়ার ও সেরা সর্বোচ্চ খোলাদাতা নির্বাচিত হন পানির কল কিশোর ক্লাবের মোঃ স্বাধিন। ভোলা আলতাজের রহমান ডিগ্রি কলেজ মাঠে উভয়ের মধ্যে সোমবার বিকেলে পুরস্কার বিতরন করেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মুনতাছির আলম রবিন চৌধুরী।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সাংস্কৃতি ও ক্রীড়া কর্মসুচির আয়োজনে গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ খেলার আয়োজন করে। পুরস্কার বিতরণ অনষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা ফুটবল এসেসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল। আলতাজের রহমান কলেজের সহকারী অধ্যাপক ওবায়েদুর রহমান। খোলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফরি তুহিন রেজা। সার্বিক দায়িত্বে ছিলেন কৈশর কর্মসুচির ফোকাল পার্সন ও ভোলা জেলা ফুটবল এসেসিয়েশন এর নির্বাহী সদস্য মোঃ আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন কৈশর কর্মসুচির প্রেগ্রাম অফিসার ডাঃ মানছুর আলম। খোলায় অংশ গ্রহনকারী ৬টি দলকে একটি করে ফুটবল দেয়া হয়।